আমার আমি

স্বপ্ন দেখতে ভালোবাসি,তবে স্বপ্ন বিলাসী নই।

ভাল লাগে গান শুনতে,ঘুরে বেড়াতে।ভালবাসি বই পড়তে। বই পড়াতে কখনও ক্লান্তি আসে না। হাতের কাছে যা পাই পড়ে ফেলি। কিছু ভাল লাগলে মনের কাগজে লিখে রাখি। তাই ভাবলাম মনের কাগজগুলো দিয়েই একটি খাতা বানিয়ে ফেলি…।

গন্তব্যহীন ভাবে মাঝে মাঝে ঘুরে বেড়াই। এভাবেই পথ চলতে ভালবাসি…

42 Responses to আমার আমি

  1. tusin বলেছেন:

    আপনাকে ব্লগিং জগতে স্বাগতম। আপনার মত আমি প্রচুর বই পড়ি। আগে বই পড়তাম অনেক । এখন আর আগে মত পড়া হয় না। এখণ বই গুলো বেশির ভাগ সময় pdf হয়
    পিসি তে বসে পড়ি। কিন্তু স্কুল জীবনে লুকিয়ে লুকিয়ে ক্লাসের মধ্যে বই পড়া , পড়ার বইয়ের ভিতরে লুকিয়ে গল্পের বই পড়া সেই সময় গুলো অনেক মিস করি।
    আশা করি আর ভাল ভাল লেখা পাব। কথা দিচ্ছি আপনার ব্লগে আবার আসব।
    ভাল থাকবেন।

  2. Rony Parvej বলেছেন:

    ওয়ার্ডপ্রেসে স্বাগতম । শুভকামনা রইলো ।

  3. তৌফিক হাসান বলেছেন:

    ব্লগের নামটা ভাল লাগল।ট্যাগলাইনটাও ভাল পাইলাম।
    হ্যাপি ব্লগিং…!!

  4. mahmud faisal বলেছেন:

    চমৎকার একটা মন্তব্য পেলাম একটা লেখায়। তারপর ঘুরতে এলাম আপনার ব্লগে। ভালো লাগলো।
    নতুন ব্লগে মনে হলো। শুভ লেখালেখি! এবং ওয়ার্ডপ্রেসের বাংলা জগতে স্বাগতম 🙂

  5. maq বলেছেন:

    বাহ বাহ! নতুন ব্লগ দেখা যাচ্ছে! এখনো মোড়কের গন্ধটা যায়নি। 😛 চমৎকার এই ব্লগটি যেন সবসময়ই চমৎকার থাকে – এই কামনা করি। 🙂

    আর কাগজ-কালি নষ্ট না করে কিবোর্ডের কি টিপে শারীরিক-শক্তি, বৈদ্যুতিক শক্তি আর ধৈর্য-শক্তি নষ্ট করার ভূবনে স্বাগতম!! 😀

  6. মুহাম্মদ তারেক বলেছেন:

    ভূমিকা পড়ে ভালো লাগলো। আপনি বই পড়েন জেনে খুশি হলাম, বর্তমান সময়ে বই পড়ার সময় বের করা কঠিন। নতুন ব্লগার হলেও সমস্যা নেই, লেখার মন থাকলেই চলবে।

    হ্যাপি ব্লগিং

  7. হিমেল বলেছেন:

    অন্ধকারকে আলোকিত করতে আরেকটি প্রদীপ জ্বালিয়ে দিলেন মনে হচ্ছে। আশা করি এ প্রদীপ আলোকিত করবে আমাদের এই ব্লগ ভুবনকে।
    শুভ ব্লগিং।

  8. akashlina বলেছেন:

    apnar blog ghure valo laglo…sagotom!!!

  9. ইফতেখার বলেছেন:

    😦 😦 😦 😦
    ভাবী,
    সবাই স্বাগতম জানায়ে ভাসায়ে দিছে 😦 😦 😦
    কী স্বাগতম দিবো আর?????
    অনেক অনেক খুশি হইছি ব্লগে আপনাকে পেয়ে। একটাই কামনা, রেগুলার ব্লগে লেখালিখি করিয়েন।

    ভাবের কথাঃ
    হুমমম… লেখার হাত ভালো। বোঝাই যাচ্ছে আপনি যে ভালো লেখেন সেটা এর আগে নিজেও জানতেন না। লেখার বিষয়বস্তুও ভালো, আর স্ট্যাইলও। চালিয়ে যান। অনেক ভালো করতে পারবেন, আশা রাখি। হিহিহি :p :p :p :p

    🙂 শুভ ব্লগিং ভাবী 🙂

    • রাহাত-ই-আফজা বলেছেন:

      ইফতি তুই যে কমেন্টাইসোস এতে আমি ব্যাপক বাধিত হইলাম… 😀 😀 😀

      আমিও একটু ভাবের কথা কই :
      আমার লেখার হাত যে ভাল… এটা বলে আমাকে উৎসাহ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইফতি।আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো। আমিও চেষ্টা করবো লেখার ব্যাপারে মনোযোগী হবার।

      ভাল থাকবেন। 🙂

  10. তাজিন বলেছেন:

    ভাবী তুমি এতো ভালো লেখো এতোদিন পরে জানলাম?
    আমাদের বাসায় আরেক প্রতিভাবানের আবির্ভাব। গুড গুড ভেরী গুড।
    কি কমেন্ট যে দিবো বুঝতে পারছি না।
    মনে পড়লে পরে বলবো…।।
    🙂

  11. Rony Parvej বলেছেন:

    আপনারে সবাই ভাবী বলে কেন? আমিও বলা আরম্ভ করবো নাকি? (মাথা চুলকানোর ইমো হবে)

  12. শুদ্ধ বলেছেন:

    আপনার ব্লগটিও ভারী সুন্দর এবং ছিমছাম।আপনি আমার মহাভারতের প্রথম মন্তব্য করা পাঠক।অজস্র ধন্যবাদ আপনাকে এই কারণে।কোনোদিন এই লেখাটি বই আকারে বেরোলে আপনার কথা আমার মনে থাকবে।আর সুযোগ পেলে আমার তরফ থেকে আপনাকে পাঠিয়ে দেব পড়তে এবং মতামত জানাতে।ভাল থাকবেন।

  13. মহান বিজয় দিবসের নিরন্তর শুভেচ্ছা 🙂

  14. ভাবী বড় দিনের নিরন্তর শুভেচ্ছা 🙂

  15. Sajib বলেছেন:

    ব্লগ ঘুরে ভালো লাগল। 🙂

  16. kmeghbalok বলেছেন:

    আপনার ব্লগের প্রায় প্রতিটি লেখা পড়ে দেখলাম। সুন্দর লিখেছেন। সবাই দেখছি আপনাকে ভাবী ডাকে আমি ডাকি।
    মাইন্ড করবেন না তো।
    ভাবি নতুন ব্লগে যোগ দিলাম। আপনাদের সাথে।
    শুভেচ্ছা রইল…………

  17. বাহ! ব্যানারটা খুব সুন্দর হয়েছে!
    ভাবী, খ্রিস্টীয় নববর্ষ ২০১১ এর শুভেচ্ছা। নতুন বছর আরো সাফল্যে ও আনন্দে কাটুক, প্রতিদিন আরো সুখের হোক, এই নিরন্তর কামনা 🙂

  18. রাহাত বলেছেন:

    আচ্ছা আমি আপনার ভালো নাম টা জানতে পারি? দুনিয়াতে এত্ত এত্ত নাম থাকতে আমার নাম নিলেন ক্যন? 😦 😉

  19. ভাবী সাকরাইনের শুভেচ্ছা 🙂

  20. আপনার ব্লগে এসে ভালই লাগলো। আপনার লেখাগুলো এখনো পড়তে পারি নি, তবে সময় করে পড়বো।
    খুব ভালো থাকুন।

  21. আপনার ব্লগ বাড়ি ঘুরে গেলাম। তবে আপনি হয়তো এখন আর ব্লগে আসেন না! আপনিও কি ক্ষণিকের দলে নাকি? আশা করি ফিরে আসবেন ক্ষণিকের দল থেকে বের হয়ে 🙂

রাহাত-ই-আফজা এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল